আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। এম এ জি ওসমানীকে সরকারের প্রধান সেনাপতি নিযুক্ত করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে দিবসটি পালিত হয়েছে।
শেরপুর
ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে ১৭ এপ্রিল বুধবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।
ওইসময় তিনি বলেন, বাংলা, বাঙালি, মুক্তিযুদ্ধ ও মুজিবনগর যেন এক ও অভিন্ন নাম। স্বাধীনতা অর্জনের পথে ১৭ এপ্রিল এক ঐতিহাসিক স্মৃতিবিজড়িত দিন। একইদিন স্বাধীন সরকারের শপথ গ্রহণ ও ঘোষণা পাঠের দিন। কাজেই বাংলা ও বাঙালির ইতিহাসে এ দিবসের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম।
জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন-অর্থ) মো. খোরশেদ আলম, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম ও সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মতিন, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য প্রমুখ।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার সালাহউদ্দিন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) (উপসচিব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, পৌর প্যানেল মেয়র কামাল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অভয়নগর (যশোর)
যশোরের অভয়নগরে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যশোর-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক বাবুল বলেন, স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য দিন আজ। এই দিনে স্বাধীন বাংলাদেশ সরকারের শপথগ্রহণের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধ ও সরকার পরিচালনার প্রাতিষ্ঠানিক রূপ পায়।
এসময় তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবসময় রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি একটি সুখী-সমৃদ্ধ সোনার দেশ গড়ার স্বপ্ন দেখতেন। তাঁর সেই স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনার সরকার নিরলস কাজ করে যাচ্ছে। ফলে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের তালিকায় অর্ন্তভূক্ত হয়েছে।
অভয়নগর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আমিনুল হক, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, নওয়াপাড়া নদীবন্দরের উপ-পরিচালক মাসুদ পারভেজ, ইউপি চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান, যুবলীগ নেতা মেহেদী হাসান সবুজ প্রমুখ।
আলোচনা সভার পূর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের করা হয়।
মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)
নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
বুধবার ১৭ এপ্রিল সকালের দিকে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
একই সাথে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সদস্য হিরণ জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন মোরশেদ খান বলেন, মুজিবনগর সরকারের নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে একাত্তরের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের এই দিনে মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথগ্রহণ করে। এদিন পঠিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশ সরকার প্রণীত স্বাধীনতার ঘোষণাপত্র। পরে বৈদ্যনাথতলা মুজিবনগর নামে পরিচিতি পায়।
দাগনভূঞা (ফেনী)
ফেনীর দাগনভূঞা উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিব নগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মহসিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দাগনভূঞা থানার এসআই আরিফুর রহমান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা, মুক্তিযোদ্ধা পিয়ার আহাম্মদ প্রমুখ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা মহিউদ্দিন মজুমদার, দাগনভূঞা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত উল্লাহ স্বপন, প্রাথমিক শিক্ষা অফিসার ইস্কান্দার নূরী, মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক, সমাজসেবা অফিসার আইনুল হক জিলানী, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম জাহাঙ্গীর আলম, মৎস্য অফিসার প্রিংকা সাহা, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম প্রমুখ।
রামপাল (বাগেরহাট)
রামপালে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরার সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন, উপজেলা এলজিইডি কর্মকর্তা ইন্জিনিয়র মো. গোলজার হোসেন, এসআই রিফাজ উদ্দিন, আইসিটি কর্মকর্তা রনিক হালদার, আরডিও নারায়ণ চন্দ্র, যুব উন্নয়ন কর্মকর্তা মো. নাসির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইমরান হোসেন, প্রেসক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, প্রভাষক মোস্তফা কামাল পলাশ, প্রধান শিক্ষক আ. মান্নান, এআরডিও মো. হাবিবুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোর কুমার বালা প্রমুখ।
রামগড় (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়।
বুধবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে হতে একটি বর্ণাঢ্য র্যালি, রামগড়ের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সহকারী প্রোগরামার রেহান উদ্দীন,উপজেলা ইন্জিনিয়ার নাইমুর ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইলিয়াস হোসেন,উপজেলা সমাজসেবা অফিসার আজিজুর রহমান আন্জুম প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অফিসার, ব্যাংক-বীমা, এনজিও অফিসার,শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠন ও সাংবাদিকবৃন্দ।
মেলান্দহ (জামালপুর)
জামালপুরের মেলান্দহে যথাযোগ্য মর্যাদায় মুজিবনগর দিবসের আলোচনা সভা ও দোয়ার মাহফিল ১৭ এপ্রিল বেলা ১১টায় মির্জা আজম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন-ইউএনও মাহবুবা হক।
বক্তব্য রাখেন-জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হারুন অর রশিদ, অফিসার ইনচার্জ রাজু আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, প্রখ্যাত নাট্যকার আসাদুল্লাহ ফারাজী, নির্বাচন অফিসার সাইফুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ।
অনুষ্ঠান শেষে দেশের জন্য জীবন উৎসর্গকারিদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অপরদিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. কামরুল আলম খানের নেতৃত্বে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি (মাদারীপুর)
মাদারীপুরের কালকিনিতে সারা দেশের ন্যায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত হয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) দিবসটি উপলক্ষে ঐতিহাসিক মুজিব নগর দিবসের তাৎপর্য ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে উক্ত আলোচনা সভায় উপজেলা নিবার্হী অফিসার উত্তম কুমার দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা তাহমিনা বেগম।
আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কায়েসুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন, ওসি (তদন্ত) মারগুব তৌহিদ সহ অন্যান্য অফিসার ও সাংবাদিকরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2025 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh