× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাইবান্ধায় জুয়া খেলার অপরাধে গ্রেফতার ৪৬

গাইবান্ধা প্রতিনিধি

১৭ এপ্রিল ২০২৪, ১৭:৫৬ পিএম

গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে বান্নি মেলা ঘিরে ফুসে ওঠেছে সংঘবদ্ধ জুয়ারিরা। কিন্তু এসব মেলায় যাতে জুয়া না চলে সেজন্য অভিযানে নেমেছে পুলিশ। এবং গত ২৪ ঘন্টার অভিযানে ৪৬ জন জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ ।

বুধবার (১৭ এপ্রিল) গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ে থেকে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।

জেলার সাদুল্লাপুর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ স্ব স্ব এলাকায় এই অভিযান পরিচালনা করেন। গতকাল মঙ্গলবার থেকে শুরু হয়ে এই অভিযান চলে ২৪ ঘণ্টা।

জেলার বিভিন্ন এলাকায় মেলা উপলক্ষে বেশ কিছু জুয়ারির আনাগোনা দেখা গেছে।  এ নিয়ে দুশ্চিন্তায় রয়েছে  অভিভাবকরা। জুয়া প্রতিরোধে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি কামনা করছেন তারা ।

গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন বলেন, গত ২৪ ঘন্টার অভিযানে ৪৬ জন জুয়ারি গ্রেফতার করা হয়েছে । একই সঙ্গে খেলার ডাবু, গুটি, ফর, তাস ও নগদ ২৪ হাজার ৬৩৫ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ৮টি মামলা হয়। জেলায় জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোথাও জুয়ার আসর বসানোর সুযোগ নেই বলে জানান এই কর্মকর্তা। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.