× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তাড়াশে শিশু ধর্ষণের ঘটনায় মামলা, গ্রেফতার হয়নি ধর্ষক

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৪, ১৭:২৫ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থী (১১) কে ধর্ষণের অভিযোগ উঠেছে মো. রাসেল উদ্দিন (২৫) নামের এক ধান ব্যবসায়ীর বিরুদ্ধে।

এ দিকে ধর্ষিতা ওই শিক্ষার্থীকে মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন ওই শিক্ষার্থীর অবস্থা গুরুতর।

অবশ্য, মঙ্গলবার (১৬ এপ্রিল) এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করতে পারেননি।

সোমবার (১৫ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের শাকমাল গ্রামে এ ঘটনা ঘটে।  

ধর্ষক রাসেল উদ্দিন ওই গ্রামের মো. আব্দুর মান্নান ওরফে বাঁশীর ছেলে।

আর এ ঘটনায় সোমবার রাতে ধর্ষিতার বড় ভাই তাড়াশ থানায় বাদী হয়ে ধর্ষক রাসেল উদ্দিনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে গেছে, গত সোমবার দুপুরে ওই গ্রামের শিক্ষার্থী তার নিজ বাড়িতে গোহাল ঘর পরিষ্কার করছিল। আর ওই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন একই গ্রামের ব্যবসায়ী রাসেল। এসময় রাসেল ওই শিক্ষার্থীকে একা পেয়ে গোয়ালা ঘর ঢুকে পড়ে। পরে তাকে জড়িয়ে ধরে বাড়ির ভিতরে একটি ঘরের ভিতর নিয়ে যায়। আর এ সময় বাড়ির লোকজন বাড়ির বাহিরে থাকার সুযোগ নিয়ে ওই শিক্ষার্থীকে সে জোড়পূর্বক ধর্ষণ করতে থাকে। এক পর্যায়ে ধর্ষিতার চিৎকারে প্রতিবেশী এক গৃহবধু সেখানে আসলে ধর্ষক রাসেল পালিয়ে যায়।

এ দিকে ধর্ষিতা ভয়ানক রক্তক্ষরণ শুরু হলে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তখন তাকে মুমূর্ষ অবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। 

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.