× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরেন্দ্র গভীর নলকূপের পাইপ মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৪, ১৬:২৫ পিএম

লালমনিরহাটের আদিতমারীতে ধান ক্ষেতে বরেন্দ্র কতৃপক্ষের গভীর নলকূপের পানি দিতে গিয়ে আল আমিন সরকার (১৫) নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে আদিতমারী উপজেলার সারপকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের আল-আমীন সরকার নামের এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে ধানের জমিতে সে পানি দিতে গিয়েছিলো। সেখানেই গ্যাস পাইপ ভেঙে মাথায় পরলে সে মারা যায়। মৃত আলামিন হরিদাস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলো। তার বাবার নাম আব্দুল কাদের, তিনি পেশায় একজন কৃষক।

স্থানীয়রা জানান সকাল ৯ টার দিকে আলামিন ধান ক্ষেতে পানি দেওয়ার জন্য যায়। সেখানে এক সময় গভীর নলকূপের যে গ্যাসপাইপ রয়েছে সেটি ধরে পার হতে গিয়ে মাথায় আঘাত পায়,পরে ওই গাসপাইপ ভেঙে মাথার উপর পড়ে যায়। এতে মাথার অতিরিক্ত রক্ত ক্ষরণে ঘটনাস্থলেই মারা যায়। আলামিনের পরিবারে লোকজন দীর্ঘ সময় আলামিনের দেখা না পেয়ে ধান ক্ষেতে গিয়ে মৃত অবস্থা তাকে উদ্ধার করে।

এসময় আল-আমিন এর বন্ধু আব্দুর রহমান কান্না জড়িত কণ্ঠে বলেন আমার বন্ধুর এমন মর্মান্তিক মৃত্যুর খবর শুনে আমরা আসছি। সে অনেক ভালো ছাত্র ছিলো আসরা সবাই গভীরভাবে শোকাহত।

এঘটনায় স্থানীয়রা ক্ষোভ নিয়ে জানান বরেন্দ্র কতৃপক্ষের কিছুটা অবহেলা রয়েছে। তাদের ঠিকাদারী প্রতিষ্ঠান নিম্ন মানের কাজ করায় সামান্য ধাক্কায় গ্যাসপাইটি ভেঙে যাওয়ায় অকালে ঝড়লো একজনের প্রাণ।

এ বিষয়ে আদিতমারী থানার অফিসার্স ইনচার্জ মাহমুদ জানান, স্কুলছাত্রের মৃত্যুর বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.