× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বীরগঞ্জ উপজেলা নির্বাচন

মাঠে ব্যস্ত সময় পার করছেন সম্ভাব্য প্রার্থীরা

প্রদীপ রায় জিতু, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

১৬ এপ্রিল ২০২৪, ১৫:১২ পিএম

দ্বিতীয় ধাপে আগামী ২১ মে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২১ এপ্রিল পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ২৩ এপ্রিল, প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল এবং প্রতীক বরাদ্দ ২ মে। ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা এ ভোট চলবে। চেয়ারম্যান, সাধারণ ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সাধারণ নির্বাচন হবে এ উপজেলায়।

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে ও ইফতার মাহফিলে ব্যস্ত সময় পার করছেন।বীরগঞ্জ প্রাণকেন্দ্র উপজেলা ১১টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। গত নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মো. আমিনুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ৩য় বারের মতো নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মোহনপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীনেশ মহন্ত। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩০ হাজার ১১২ জন। পুরুষ ভোটার রয়েছে ১লাখ ১৫ হাজার ৫৮৪ জন, নারী ভোটার রয়েছে ১লাখ ১৪ হাজার ৫২৮ জন। 

উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা নিয়ে নানা আলোচনা-পর্যালোচনার অবসান ঘটেছে।তবে এবার দলীয় প্রতীক থাকছে না উপজেলা পরিষদ নির্বাচনে। এ নির্বাচনে দলীয় প্রতীক তুলে নেয়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আওয়ামী লীগ ছাড়া এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি বা জামায়ত সমর্থিত অন্য কোন প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। 

ইতিমধ্যেই চেয়ারম্যান পদে অন্তত ৭-৮ জন সম্ভাব্য প্রার্থীর নাম মুখে-মুখে শোনা যাচ্ছে। আবার অনেকেই প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচার -প্রচারণা চালিয়ে যাচ্ছেন। কোনো কোনো প্রার্থী পবিত্র ঈদের শুভেচ্ছা, দোয়াও আশীর্বাদ কামনা করে ফেস্টুন, ব্যান্যার ও পোস্টার লাগিয়ে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।এবার উপজেলা পরিষদ নির্বাচনে মো: আমিনুল ইসলাম ছাড়াও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে কর্মী সমর্থকদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগ করছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য আবু হুসাইন বিপু, সাতোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন রাজা, মোহনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীনেশ মহন্ত, মোহম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান বাদশা, শতগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ,কে,এম কুতুব উদ্দিন, বীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি রেজওয়ানুল ইসলাম রিজু। 

ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা হলেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়েম মিয়া, সাবেক ভাইস চেয়ারম্যান এ,কে, এম, কাওসার, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ইঞ্জিনিয়ার পরিমল কুমার রায়, পশু চিকিৎসক মো: রশিদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা ও মটর পরিবহন শ্রমিক নেতা মামুনুর রহমান মামুন।

মহিলা ভাইস পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: আয়েশা আক্তার বৃষ্টি, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: শাহনাজ পারভীন, বীরগঞ্জ পৌরসভার সংরক্ষিত মহিলা আসনের সাবেক কাউন্সিলর অনিতা রানী রায়। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বীরগঞ্জ পৌর এলাকায় বাড়ি মো. আমিনুল ইসলাম, আবু হুসাইন বিপু,রেজওয়ানুল ইসলাম রিজুর।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.