খাগড়াছড়ির রামগড়ে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপের মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
সোমবার (১৫ এপ্রিল) দুপুরে রামগড় উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জমির উদ্দিনের মাধ্যমে অনলাইন আবেদন ফরমে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস পদে ২ জন মনোনয়নপত্র জমা দেন
চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র জমা দেন বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, মো. আব্দুল কাদের, কংজঅং মার্মা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দেন মোঃ আনোয়ার ফারুক, মো. নুরুল আমীন, মোবারক হোসেন বাদশা, শামসুদ্দিন মিলন, মো.ওমর ফারক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন হাছিনা আক্তার ও নাছিমা আহসান নীলা।
উল্লেখ্য যে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রামগড় উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় ছিলো ১৫ এপ্রিল সোমবার পযর্ন্ত আর মনোনয়নপত্র যাঁচাই-বাচাই ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তা সিদ্ধান্তে বিরুদ্ধে আপিল ১৮ থেকে ২০ এপ্রিল পযর্ন্ত, আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল,প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল,এবং নির্বাচন ৮মে। নির্বাচন কমিশন সুত্র অনুযায়ী এবার প্রথম ধাপে ১৫২টি উপজেলায় এক যোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।