× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খুলনায় সারবোঝাই কার্গোডুবি, নিখোঁজ ২

খুলনা প্রতিনিধি

০৭ এপ্রিল ২০২৪, ১৫:৫৯ পিএম

খুলনার রূপসা নদীতে সারবোঝাই একটি কার্গো ডুবে গেছে। রূপসা রেলসেতুর পিলারে ধাক্কা লেগে টিএসপিবোঝাই কার্গোটি ডুবে যায়। 

রোববার দুপুরে রূপসা নদীতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ২ জন নিখোঁজ রয়েছেন। রূপসা নৌ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক নুরুল ইসলাম শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

রূপসা রেলসেতুর সঙ্গে লাগোয়া মাছের ঘের আছে মোহাম্মদ রেফাতউল্লাহ খানের। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তিনি প্রথম আলোকে বলেন, সকালে বৃষ্টির পর বেলা ১১টার দিকে আকাশ পরিষ্কার ছিল। নদীতে তখন মধ্য জোয়ার। চালনার দিক থেকে আসা কার্গোটি ধীরে ধীরে রেলসেতুর দিকে আসছিল। সেতুর পূর্বপাড় থেকে ২ নম্বর পিলারের সঙ্গে কার্গোর মাথা ধাক্কা লাগে। এরপর সেটি একটু ঘুরে গিয়ে নদীতে ডুবে যায়। সর্বোচ্চ ৫ মিনিটের মধ্যে ঘটনাটি ঘটে। ওই সময় কার্গো থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া ১১ জনকে একটি নৌকায় তোলা হয়।

কার্গো জাহাজের মাস্টার মো. শহীদুল্লাহ জানান, এমভি থ্রি লাইট-১ নামের কার্গো জাহাজে মোংলা বন্দরের হারবাড়িয়া এলাকা থেকে ১ হাজার ১৪০ টন টিএসপি নিয়ে নওয়াপাড়া দিকে যাচ্ছিল। পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে কার্গো জাহাজটি রেলসেতুর পিলারে ধাক্কা লাগে। এতে দ্রুত কার্গো জাহাজটি ডুবে যায়। কার্গো জাহাজে থাকা ১৩ জনের মধ্যে ১১ জন সাঁতরে তীরে উঠেছেন। তবে কার্গোর বাবুর্চি কালাম ও গ্রিজার শাকায়েত নিখোঁজ রয়েছেন।

পরিদর্শক নুরুল ইসলাম শেখ জানান, নিখোঁজ দুজনকে উদ্ধারের জন্য তৎপরতা শুরু হয়েছে। ডুবুরিরা কাজ শুরু করেছেন।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.