× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রান্নাঘরে পুলিশের অভিযান, ১৫ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক

বাগেরহাট প্রতিনিধি

০৬ এপ্রিল ২০২৪, ১৭:১৯ পিএম

বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমঠ এলাকার একটি রান্নাঘরে অভিযান চালিয়ে ১৫ কেজি (মাদকদ্রব্য) গাঁজাসহ ফাতেমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। 

শনিবার (৬ এপ্রিল) ভোর ৫টার দিকে ঐ রান্না ঘর থেকে দুটি বস্তায় ভরা ১৫ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। আটককৃত ফাতেমা খাতুন ওই গ্রামের বেল্লাল হকের স্ত্রী।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের কাপালীরমঠ গ্রামের বিল্লাল হকের রান্না ঘরে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা রাখার অভিযোগে বিল্লাল হকের স্ত্রী ফাতেমা খাতুনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, আটককৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত গাঁজার বড় বড় চালান হাত বদল করে আসছিল। আটককৃতকে মোংলা থানায় হস্তান্তর পূর্বক তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Sangbad Sarabela

ভারপ্রাপ্ত সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । 01894-944220 । [email protected], বিজ্ঞাপন: 01894-944204

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.