নরসিংদীর পলাশ উপজেলায় ২০২-৩২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
বুধবার (৩ এপ্রিল) দুপুরে পলাশ উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে এসব বীজ ও সার বিতরণ করেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহর সভাপতিত্ব এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু জাফর মো. সালেহউদ্দিন সহ অন্যরা।
এ সময় কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার জানান, ২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমের আউশ ধান ও পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে উন্নত জাতের আউশ ধানের বীজ ও সার এবং ৩০ জন কৃষকের মাঝে উন্নত জাতের পাট বীজ বিতরণ করা হয়।