× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাদারীপুরে প্রবাসীর বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৪, ১৮:৫৩ পিএম

মাদারীপুরে ইতালী প্রবাসীর বাড়িঘরে ব্যাপক হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। 

বুধবার ভোরে ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া গ্রামের ইতালী প্রবাসী সিফাত ঢালীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়, দীর্ঘদিন ধরে আটিপাড়া গ্রামের সামচুল হক ঢালীর ছেলে ইতালী প্রবাসী সিফাত ঢালীর সাথে প্রতিবেশি তারাই ঢালীর ছেলে ফরহাদ ঢালীর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এই বিরোধপূর্ণ জমিতে মাদারীপুর আদালতে একটি দেওয়ানী মামলাও চলমান। এরই জেরে ভোরে সিফাতের বাড়িতে দলবল নিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে ফরহাদ ঢালীর বিরুদ্ধে। এ সময় দুটি বসতঘরে ব্যাপক তান্ডব চালায় ফরহাদের লোকজন। দুটি বসতঘর ভাংচুর করার পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় হামলাকারীরা। বাঁধা দিলে পিটিয়ে আহত করা হয় দুইজনকে। খবর পেয়ে সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে ডাসার থানা পুলিশ। এই ঘটনার বিচার দাবি করেছে ক্ষতিগ্রস্থ পরিবার। এদিকে ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্তরা।

মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শফিকুল ইসলাম জানান, জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে। যারা এই ঘটনায় জড়িত তাদের ধরতে পুলিশ কাজ করছে। এছাড়া এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.