× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টানা দ্বিতীয়বারের মতো ঢাকা জেলা পুলিশের শ্রেষ্ঠ এএসআই সোহরাব

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

০৩ এপ্রিল ২০২৪, ১৮:০৩ পিএম

ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় টানা দ্বিতীয় বারের মতো ঢাকা জেলায় পুলিশের শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন কেরানীগঞ্জ মডেল থানায় কর্মরত মো. সোহরাব হাসান তালুকদার। 

ঢাকা জেলার অন্তর্গত ৭টি থানার মধ্যে ২০২৪ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারী মাসে সর্বাধিক সংখ্যক পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধারের কার্যক্রমের ওপর ভিত্তি করে জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে তাকে নির্বাচিত করা হয়।

বুধবার (৩ এপ্রিল)  সকালে ঢাকা পুলিশ লাইন্সে মিলব্যারাক কনফারেন্স হল রুমে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে সোহরাব তালুকদারের হাতে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র তুলে দেন ঢাকা জেলার পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ কাফি, অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির ও বিভিন্ন থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অনেকেই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.