সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুলে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক চাপায় ফরিদুল ইসলাম (৪৮) নামের ১ জনের মৃত্য হয়েছে।
সোমরার (১ এপ্রিল) বেলা ১২টার সময় সিরাজগঞ্জ রোডস্থ ঢাকা রাজশাহী মহাসড়কের পুরাতন মাছের আরৎ এর সামনে এই দুর্ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান,উপজেলার হাটিকুমরুল রোডস্থ পুরাতন মাছের আড়তের সামনে রাস্তা পারাপারের সময় পিছন থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলামের মৃত্যু হয়।
নিহত ফরিদুল ইসলাম (৪৮) সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার সুজাপুর গ্রামের মৃত নুরাল সরকার এর ছেলে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে, হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন,নিহত ফরিদুল ইসলাম রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাক পিছন থেকে চাপাদিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ফরিদুল ইসলামের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছে নিহতে মরদেহ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় আনা হয়েছে।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।