জয়পুরহাটের পাঁচবিবি থেকে ৩টি ওয়ান শুটারগান আগ্নেয়াস্ত্রসহ ইলিয়াস আলী (৪০) নামে একজনকে আটক করেছে র্যাব।
আটক ইলিয়াস একই উপজেলার রামভদ্রপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর শেখ সাদিক সোমবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আজ ভোর রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের সদস্যরা তাকে পাঁচবিবি উপজেলার একটি বাড়ি থেকে আটক করেছেন।
আটক ইলিয়াস একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারী উল্লেখ করে মেজর শেখ সাদিক বলেন, র্যাবের গোয়েন্দা দল ইলিয়াসের গতিবিধি পর্যবেক্ষণ করে গোপন সংবাদের ভিত্তিতে তাকে ওই ৩টি আগ্নেয়াস্ত্রসহ আটক কর হয়।
পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইলিয়াসকে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান মেজর শেখ সাদিক।