× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ব্রাহ্মণবাড়িয়ায় ফের সংঘর্ষ অগ্নিসংযোগ ও লুটপাট, আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৩০ মার্চ ২০২৪, ১৭:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিরাসার গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে আবারো সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। 

শনিবার (৩০ মার্চ) ভোরে ককটেলের বিস্ফোরণ, উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। 

খবর পেয়ে সদর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে যেয়ে স্বাধ্যমতো চেষ্টায় পুঁড়ে যাওয়া ঘর বাড়ির আগুন নিয়ন্ত্রণে নেয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জুয়া খেলার টাকা নিয়ে দ্বন্দ্বের জের ধরে বিরাসার গ্রামের বাবুল মিয়ার বড় গোষ্ঠির আলামিন একই গ্রামের মিজান আনসারির সাহেব বাড়ি গোষ্ঠির মহিদ মিয়া ও তার ছেলেকে মারধর করে। এ নিয়ে  উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এরই জের ধরে শনিবার ভোর থেকে উভয় গোষ্ঠীর লোকজন পুনরায় দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্রের পাশাপাশি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, গ্রামের প্রধান সড়কে বিভিন্ন অংশের উভয় পক্ষের নিক্ষিপ্ত ইটের খোয়া ও অন্যান্য বস্তুতে রাস্তা ঢেকে আছে। একটি রিক্সাও ভালভাবে চলাচলের কোন উপায় নেই। বিপুল সংখ্যক পুলিশ বিরাসার গ্রামে টহল দিয়ে বেড়াচ্ছে। গ্রামে থমে থমে পরিবেশ বিরাজ করছে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জেলা প্রধান নিউটন দাস জানান, ভোরে বিরাসার গ্রামে অগ্নিসংযোগের খবর পেয়ে আমরা সদলবলে পানি ভরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে ছুটে যাই। আগুনে পুড়ে যাওয়া এসব ঘরবাড়ির  আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বিল্লাল হোসেন বলেন, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের একাধিক পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.