× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামপালে সড়ক দুর্ঘটনায় ২ জন হতাহত

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা

১৯ মার্চ ২০২৪, ১৮:৫৫ পিএম

রামপালে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন আহত ও অপরজন গুরুতর আহত হয়েছে। নিহত ও আহতরা হলেন, খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলা ঝিনাইখালী গ্রামের মো. কবির শেখের ছেলে নিহত দ মো. রাব্বি শেখ (২০) ও একই উপজেলার কুলটিয়া গ্রামের মৃত ফারুক শেখের ছেলে সাকিব শেখ (১৭)।

গৌরম্ভা ফাঁড়ির এএসআই দুলাল চন্দ্র কর্মকার জানান, মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১ টায় গৌরম্ভা ইউনিয়ন পরিষদের পাশে মালোপাড়া নামক স্থানে মোটরসাইকেল ও অটোভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা রাব্বি ও সাকিব গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাব্বি মারা যায়। আহত সাকিবকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। কি কারে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটছে সেটি স্পষ্ট করে কেউ বলতে পারেনি। তরে অটোভ্যানে থাকা চালক ও আরোহীরা সামান্য আহত হয়েছেন বলে পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন। তিনি আরও জানান, কালো রঙ্গের সুজুকি জিকসার যার নম্বর খুলনা- ল, ১২-৩২০২ মোটরসাইকেল টি জব্দ করা হয়েছে। 
এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.