× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

তেল খেজুর ছোলাসহ ৭ পণ্য ১০ টাকায়

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৯ মার্চ ২০২৪, ১৪:৩২ পিএম । আপডেটঃ ১৯ মার্চ ২০২৪, ১৪:৩৩ পিএম

সরকার নির্ধারিত মূল্য তালিকা অমান্য করে পবিত্র মাহে রমজানের রোজা কেন্দ্র করে অতি মুনাফাখোর ব্যবসায়ী সিন্ডিকেট যখন বাজারে ইফতার সামগ্রীর অতি মূল্য আদায় করছে, প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের জরিমানাও যখন জেলা সদর হতে সকল উপজেলা পর্যায়ের বাজারে মূল্য নিয়ন্ত্রণে কার্যত ব্যর্থ ঠিক সেই মুহূর্তে রোজাদারদের প্রতি মানবিক বিবেচনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নামমাত্র ১০ টাকায় ইফতারির সাতটি পণ্য বিক্রি শুরু করা হয়েছে। 

গত শনিবার সকাল থেকে সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 

স্থানীয় ‘তারুণ্যের সরাইল’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন ব্যতিক্রমী এ বাজারের আয়োজন করে। ১০ টাকায় প্রতিজন পাচ্ছেন, এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি বুট, দুই কেজি আলু, এক কেজি মুড়ি ও আধা কেজি খেজুর।

মাত্র ১০ টাকা মূল্যে ইফতার সামগ্রী বিক্রির এ কার্যক্রম উদ্বোধনকালে সংগঠনের সদস্যদের পাশাপাশি উপস্থিত ছিলেন, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, স্থানীয় অনলাইন দৈনিক পুবের আলোর নির্বাহী সম্পাদক আব্দুল হানিফ, সমাজকর্মী রফিক মিয়া প্রমুখ। 

পণ্য কিনতে আসা রশিদা বেগম বলেন, মাত্র ১০ টাকায় এতো রকমের ইফতার সামগ্রী পাওয়া যাবে তা ভাবতে পারিনি। আমরা খুবই আনন্দিত। আয়োজকদের আল্লাহ যেন ভালো রাখেন।

আব্দুল হাকিম নামে আরেক ক্রেতা বলেন, বাজারে জিনিসপত্রের অনেক দাম। প্রতিদিন যা আয় হয় সংসার চালাতেই অনেক কষ্ট। এতোগুলো পণ্য মাত্র ১০ টাকায় পেয়ে খুবই ভালো লাগছে। 

তারুণ্যের সরাইল’র সিনিয়র অ্যাডমিন রায়হান চৌধুরী অভি জানান, আমরা এবার ব্যতিক্রম আয়োজন করার চেষ্টা করেছি। যেহেতু ১০ টাকা মূল্য রেখে বিতরণ করেছি তাই আমাদের পণ্য সামগ্রী স্বাচ্ছন্দ্যে সকলেই গ্রহণ করতে পেরেছে। দেশ ও প্রবাসের অনেকেই আমাদের সহযোগিতা করছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.