× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মাটিরাঙ্গায় চিনি ও ট্রাকসহ গ্রেফতার ২

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি

১৯ মার্চ ২০২৪, ১৪:২৪ পিএম

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে ৪৫ বস্তা চিনি ও ১টি ট্রাকসহ দুই চোরাকার্বারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

সোমবার রাতে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি জানান, গতকাল রাতে মাটিরাঙ্গা থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ১০নং ইসলামপুর টোল প্লাজার সামনে থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে এসব জব্দ করা হয়। 

এ সময়, খাগড়াছড়ি পৌরসভার নামীয় বিবিধ টোল আদায়ের রশিদ, হলুদ ও নীল রংয়ের একটি ট্রাকে৪৫ বস্তা চিনি সহ মোশারফ হোসেন (২৫), মোমিনুল ইসলাম (১৮)কে গ্রেফতার করে। 

মোশাররফ হোসেন রামগড় পৌরসভার মীর হোসেনের ছেলে। মোমিনুল ইসলাম ৩নং পানছড়ি এলাকার মশিউর রহমানের ছেলে। 

জব্দকৃত চিনির বর্তমান বাজার মূল্য ৩লাখ ১৫ হাজার টাকা। 

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় মামলা রুজু করা হয়েছে একইসাথে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.