কক্সবাজারের মহেশখালী উপজেলার করাতল মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মহেশখালী রেঞ্জ, উপকূলীয় বনবিভাগ, চট্টগ্রামের আয়োজনে মহেশখালী উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১টার সময় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমা।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ তাছবির হোসেন, উপজেলার করাতকল মালিকবৃন্দ ও বিভিন্ন বিটের বিট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন পর হলেও সংরক্ষিত বনের জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় করাতকল মালিকদের সাথে মতবিনিময় সভার মাধ্যমে মহেশখালীতে লাইন্সেস বিহীন সমস্ত অবৈধ করাতকল বন্ধের সিন্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেন মহেশখালী রেঞ্জ কর্মকর্তা এনামুল হক। এ ব্যাপারে এক মাসের মধ্যে মালিক পক্ষ নিজ উদ্যাগে অবৈধ করাত কল সরিয়ে না নিলে বন বিভাগের পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হবে বলেও জানান এ কর্মকর্তা।