× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাবা হত্যার আসামি সেই ছেলের প্রাণ নিল মোটরসাইকেলে

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

১৩ মার্চ ২০২৪, ১৪:৩০ পিএম । আপডেটঃ ১৩ মার্চ ২০২৪, ১৭:৪৭ পিএম

প্রতীকী ছবি

২০২২ সালে ১০ ডিসেম্বর ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা বহুল আলোচিত ঘটনা ছেলের হাতে বাবা খুনের আসামি ছেলে নাঈম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১২ মার্চ) রাত ৮টার দিকে ভাঙ্গা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের গোল চত্বরে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নাঈম ফকির (২২) নিজ বাবা হত্যার আসামি। তিনি গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন। বর্তমানে জামিনে রয়েছেন এ তরুণ।

পুলিশ সূত্রে জানা যায়, নাঈম বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। এ সময় সড়কের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

মৃত্য কিবরিয়া ফকিরের ছেলে নিহত নাঈম ফকিরের বাড়ি ভাঙ্গা পৌর সদরের ৬নং ওয়ার্ডের ছিলাধরচর সদরদী। 

নিহত নাঈমের পরিবারের সাথে কথা বলতে গেলে দেখা যায়, তাদের পরিবারসহ স্তব্ধ হয়ে গেছে। 

নিহত নাঈম ফকিরের চাচা মো. ছরোয়ার ফকির বলেন, গত বছর আমার ভাইটি মারা গেছে। আজ আবার আমার ভাতিজা মারা গেছে। আমরা শোকাহত হয়ে স্তব্ধ হয়ে গেছি। তাই এই মুহূর্তে কথা বলার মতো কোনো ভাষা নেই। 

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই ) আব্দুল্লাহিল বাকী জানান, নিহত নাঈম ২০২২ সালে তার বাবা কিবরিয়া ফকিরকে খুন করেছিলেন বলে অভিযোগ রয়েছে। জামিনে বেরিয়ে বেপরোয়া মোটরসাইকেল চালানোর সময় এক্সপ্রেসওয়ের রেলিংয়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পড়ে। নিহতের ঘাড়ে, গলায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। সম্ভবত সে এই আঘাতের কারণেই মৃত্যুবরণ করেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.