× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কুষ্টিয়ায় আগুনে পুড়লো কয়েক বিঘা পানের বরজ

কুষ্টিয়া প্রতিনিধি

১০ মার্চ ২০২৪, ২০:০০ পিএম

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় কয়েক বিঘা পানের বরজ আগুনে পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

রোববার (১০ মার্চ) দুপুরে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে প্রথমে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে। আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসায় বর্তমানে দুটি ইউনিট সেখানে কাজ করছে। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন, আগুনে রায়টা থেকে শুরু করে বাহাদুর পর্যন্ত কয়েক বিঘা পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, দুপুরের দিকে রায়টা পাথরঘাট মাঠের একটি পানের বরজে আগুন লাগে। আগুন পাশের বরজেও ছড়িয়ে পড়ে। এভাবে পুরো মাঠেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন কীভাবে লেগেছে সেটিও জানা যায়নি।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, পানের বরজে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসে কাজ করছে। ওই এলাকায় পানি নেই। আমরা আমাদের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছি। প্রচণ্ড বাতাস ও পানি সংকটে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথম ৮টি ইউনিট কাজ করলেও বর্তমানে দুটি ইউনিট কাজ করছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.