× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বঙ্গবন্ধুর সমাধিতে পাউবো’র নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা

তুহিন ফয়েজ

১০ মার্চ ২০২৪, ১৪:৩১ পিএম

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নবনিযুক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভূঞা টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুস্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তিনি সমাধিতে রক্ষিত শোক বইতে মূল্যবান মতামত উল্লেখপূর্বক স্বাক্ষর করেন। 

তিনি গোপালগঞ্জ জেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে ফরিদপুর জোনের প্রধান প্রকৌশলীসহ অন্যান্য কর্মকর্তাগণের সহিত উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে মতবিনিময় করেন।

মহাপরিচালক টুঙ্গিপাড়ায় ভ্রমণকালে অতিঃপ্রধান প্রকৌশলী দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ফরিদপুর মো. শাহজাহান সিরাজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরিদপুর পওর সার্কেল সৈয়দ শাহিদুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঢাকা পানি উন্নয়ন সার্কেল-১ দেওয়ান আইনুল হক, সিএসও টু মহাপরিচালক ড. মোহা. সরফরাজ বান্দা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা-১ ড. রবীন কুমার বিশ্বাস, তত্ত্বাবধায়ক প্রকৌশলী পরিকল্পনা-২  টি,এম, রাশিদুল কবীর, পরিচালক, জনসংযোগ পরিদপ্তর মোস্তফা খান এবং নির্বাহী প্রকৌশলী গোপালগঞ্জ পওর বিভাগ এস,এম, রেফাত জামিলসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পার্ঘ অর্পণশেষে মহাপরিচালক টুঙ্গিপাড়া পওর উপবিভাগ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড চত্বরে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দুটি চারা রোপণ করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.