পটুয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-৮।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে জেলার দশমিনা থানার আরোজবেগী এলাকার বাসিন্দা মোশারেফ চৌকিদারের ছেলে ওমর ফারুক রাশেদ/রাশেদুল চৌকিদারকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।
পটুয়াখালী র্যাব-৮ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী থানার হাসড়া মাজালিয়া গ্রামের বাসিন্দা মো. আব্দুল কাদের মধু পেশায় একজন অটোচালক ছিলেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন ২৩/১০/২০২৩ বিকালে অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয়। ঠিক সময় বাড়িতে না ফেরায় তার আত্মীয়-স্বজনেরা তার ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা জামালপুর জেলার সরিষাবাড়ী থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি করলে পুলিশ পরবর্তীতে নদীতে তার লাশ খুঁজে পায়। মামলার পরবর্তী কার্যক্রমের জন্য বিষয়টি র্যাব নজরদারি করে।
এরই ধারাবাহিকতায় তাকে গ্রেফতার করে র্যাব-৮,সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানায় র্যাব।