বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে জৈন্তাপুরে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মইন উদ্দিন প্রধান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। সভায়
বিশেষ অতিথি ছিলেন সাব্বির আহমেদ উপদেষ্টা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট জৈন্তাপুর উপজেলা শাখা।
নবগঠিত সিলেট জেলা আহবায়ক কমিটির আহ্বায়ক করা হয়েছে আবুল খায়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুবের আহমেদ, যুগ্ম আহ্বায়ক কর্ণ মনি দাস, মুহাইমিন হেলাল, শিমুল দাস, জয়নাল আবেদীন, মুসলিম উদ্দিন, সদস্য সচিব মাহবুব জামান আলমগীর, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সাজু আহমেদ, আলমগীর হোসেন, ইলিয়াস আলী।
সভায় ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রধান উপদেষ্টা করা হয়েছে ব্যবসায়ী সাব্বির আহমেদকে।
এদিকে সন্ধ্যায় জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলামের সাথে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মইন উদ্দিন প্রধান ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ জৈন্তাপুর উপজেলা নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন।