× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সিলেটে আ.লীগ নেতার বাসায় হামলার চেষ্টা, আটক ১১

সিলেট ব্যুরো

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১১ পিএম

সিলেট নগরের জালালাবাদ আবাসিক এলাকায় এক আওয়ামী লীগ নেতার বাসায় হামলার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১১ জনকে আটক করেছে পুলিশ। এসময় তিনটি মোটরসাইকেল ও কয়েকটি রামদা জব্দ করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি) দিনগত রাত দেড়টার দিকে জালালাবাদ আবাসিক এলাকায় মহানগর আওয়ামী লীগ নেতা এম এ হান্নানের বাসায় ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু দে, আম্বরখানার ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী।

এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান বলেন, আমার বাসায় আমার মা, স্ত্রী ও সন্তান ছিল। রাত দেড়টার দিকে কয়েকজন ডাকাত এসে দরজা ভেঙ্গে ঘরে ঢুকার চেষ্টা করে। আমি দরজা খুলে না দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে বাসায় চারপাশে হামলা চালায়।

আটকের বিষয়টি নিশ্চিত করে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজিত চক্রবর্তী বলেন, জালালাবাদে একটি বাসায় হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি (তদন্ত) দেবাংশু দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে আটক করে। ঘটনাটি ডাকাতি না অন্য কিছু তদন্ত করে দেখা হচ্ছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.