× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বতন্ত্র এমপি একরামুজ্জামানের আ.লীগে যোগদান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৫০ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে নির্বাচিত সংসদ সদস্য বিএনপির চেয়ারপার্সনের বহিষ্কৃত উপদেষ্টা সৈয়দ এ. কে একরামুজ্জামান সুখন আওয়ামী লীগে যোগদান করেছেন।

গত মঙ্গলবার দুপুরে ঢাকা উত্তরা বোট ক্লাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে সাক্ষাৎ করে নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। 

উত্তরা বোট ক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী পদে নির্বাচিত সংসদ সদস্য মোঃ মঈন উদ্দিন মঈন, জেলা আওয়ামী লীগের  সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ-সভাপতি হাজী মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের সরকারি কৌশুলী (পিপি) ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠণিক সম্পাদক মাহবুবুল আলম খোকন এবং সাবেক দপ্তর সম্পাদক তানজিল আহমেদ।

উল্লেখ্য, সৈয়দ এ.কে একরামুজ্জামান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  তিনি স্বতন্ত্র প্রার্থী হলে কেন্দ্রীয় বিএনপি তাঁকে দল থেকে বহিস্কার করে। আলহাজ্ব সৈয়দ এ.কে একরামুজ্জামান ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে কলার ছড়ি প্রতিকে ৮৯ হাজার ৪২৪ ভোট পেয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য বি এম ফরহাদ হোসেন সংগ্রাম পান ৪৬ হাজার ১৮৯ ভোট।

দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উত্তরা বোট ক্লাবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সাথে নাসিরনগরের সকল জনপ্রতিনিধিদের মতবিনিময় সভার আয়োজন করেন সংসদ সদস্য সৈয়দ এ.কে একরামুজ্জামান। সেখানে নাসিরনগর উপজেলা পরিষদ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা মিলিয়ে প্রায় ৩ শত জন জনপ্রতিনিধি অংশ নেন। মতবিনিময় সভায় তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি এবং গণপূর্ত মন্ত্রীর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় গণপূর্ত মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্য একরামুজ্জামানকে আওয়ামী লীগে বরণ করে নেন। সৈয়দ এ.কে একরামুজ্জামান সুখনের ব্যক্তিগত রাজনৈতিক সহকারী মোহাম্মদ এনামুল হুদা বিষয়টি নিশ্চিত করে বলেন, “তিনি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন। গণপূর্ত মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি তাঁকে বরণ করে নেন। আওয়ামী লীগে যোগদান করে দেয়া বক্তব্যে সংসদ সদস্য একরামুজ্জামান সুখন বলেন, মাননীয় মন্ত্রী আমাকে আপনাদের সামনে আওয়ামী লীগে গ্রহণ করেছেন। এটি আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই গ্রহণ করাকে আমি সশ্রদ্ধচিত্তে ও কৃতজ্ঞচিত্রে মেনে নিচ্ছি। নাসিরনগরের ৯৯ শতাংশ জনপ্রতিনিধি এখানে আছেন। কে আমার নির্বাচন করেছেন, কে করেননি তা আমি মাথায় রাখিনি। আমি এখন সবার প্রতিনিধি। কোনো ভেদাভেদ না করে সবাইকে নিয়ে কাজ করতে চাই। নাসিরনগরের মানুষ কখনো সিদ্ধান্ত নিতে ভুল করে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে।” 

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু বলেন, যোগদান সভায় সংসদ সদস্য একরামুজ্জামান উপস্থিত সকলের সামনে তার নিজ এলাকা নাসিরনগর উপজেলায় তার নিজের জায়গায় নিজস্ব অর্থায়নে বঙ্গবন্ধু তনয় শহীদ শেখ কামালের নামে দশতলা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.