× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সুন্দরবনের কচিখালী খাল থেকে মরা বাঘ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:০২ পিএম

পূর্ব সুন্দরবন শরণখোলা রেঞ্জের কচিখালী এলাকার একটি খাল থেকে মৃত পুরুষ রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে পূর্ব সুন্দরবন বন বিভাগ। 

গতকাল সোমবার মধ্যরাতে মৃত অবস্থায় বাঘের ভাসমান মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়। 

বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে মঙ্গলবার সকালে কচিখালী এলাকায় প্রাণিসম্পদ বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি টিম ময়নাতদন্তের জন্য পৌঁছেছে বলে জানিয়েছে সুন্দরবন বিভাগ।

খুলনা বিভাগীয় বন সংরক্ষক (সিএফ) মিহির কুমার জানিয়েছেন, রয়েল বেঙ্গল টাইগারটি কি কারণে মারা গেছে তা জানতে ময়নাতদন্ত প্রয়োজন। মঙ্গলবার সকালে দুইজন বিশেষজ্ঞ প্রাণিসম্পদ চিকিৎসককে বাগেরহাটের শরণখোলা রেঞ্জের কচিখালী বন অফিসে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলেই বাঘটির প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরো জানান, মৃত রয়েল বেঙ্গল টাইগারটির চামড়া দাঁত ও নখ সংরক্ষণ করবে বন বিভাগ। বাঘের শরীরের অন্যান্য অংশ শরনখোলার কচিখালীতেই মাটি চাপা দিয়ে রাখা হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.