চাঁদপুরের চরভৌরবি এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তলনের সময় ১টি এক্সকেভেটর, ১টি বাল্কহেড ও ১টি পন্তুন জব্দসহ ১১ ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রবিবার (১১ ফেব্রুয়ারি) আনুমানিক রাত আড়াইটায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর জেলার হাইমচর উপজেলাধীন চরভৌরবি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের সময় মাটিকাটার কাজে ব্যবহৃত ১টি এক্সকেভেটর, ১টি বাল্কহেড ও ১টি পন্তুন জব্দসহ ১১ ব্যক্তিকে আটক করা হয়।
পরবর্তীতে চাঁদপুর জেলা সিনিয়র সহাকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহজাহান কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তিদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া এবং জব্দকৃত এক্সকেভেটর ও পন্তুন কোস্ট গার্ড স্টেশনের হেফাজতে কয়লা ঘাট পন্তুনে এবং জব্দকৃত বাল্কহেড বিসিজি পন্তুন চাঁদপুরে রাখা হয়েছে।