কুমিল্লার তিতাসে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা যায়,তিতাস থানার এসআই তানভীর আহমেদ সঙ্গীয় অফিসার-ফোর্স সহ এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় উপজেলার সাতানী ইউনিয়নের মধ্য হরিণপুর গ্রামের সোনা বন্ধুর বাড়ির সামনে বাতাকান্দি-সাতানী গামী পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ আনোয়ার হোসেন(৪৫)কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
সে উপজেলার সাতানী ইউনিয়নের কৃষ্ণপুর (মধ্যপাড়া)র গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৫ টি মাদকের মামলা বিজ্ঞ কোর্টে বিচারাধীন আছে।পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে থানার এসআই রফিকুর ইসলাম রাফি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ সোমবার সকাল ৭টা ৫০ মিনিটে মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি মো. ইব্রাহীম খলিল (৩০) ও আলমগীর মিয়া (৩০)দেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।