× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আ.লীগের যুব ও ক্রীড়া উপকমিটিতে এমপি বুবলি

নরসিংদী প্রতিনিধি

১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৪:৩৩ পিএম

নরসিংদী পৌরসভার প্রয়াত সাবেক মেয়র লোকমান হেসেনের স্ত্রী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী এবার আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটিতে সদস্য হিসেবে যুক্ত হয়েছেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তামান্না নুসরাত বুবলিকে যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য করা হয়। 

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে নরসিংদীতে পৌর মেয়র প্রয়াত লোকমান হেসেনের স্ত্রী নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক তামান্না নুসরাত বুবলি সংরক্ষিত আসনে এমপি নির্বাচিত হন। 

সংসদ নির্বাচনের আগে এবং পরে নারীনেত্রী ও সুদক্ষ সংগঠক হিসেবে বুবলী আওয়ামী লীগের হয়ে দিনরাত কাজ করেছেন। সেই সাথে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সবার মাঝে তুলে ধরে সফল নারীনেত্রী হিসেবে সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। 

উল্লেখ্য, তামান্না নুসরাত বুবলির স্বামী নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হোসেন ২০১১ সালের ১ নভেম্বর সন্ত্রাসীদের গুলিতে খুন হন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.