× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বিপিএল বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৪ পিএম

আড়াইহাজার থানার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী ভূঁইয়াপাড়া এলাকার আজিজুল হকের ছেলে খোকন ভূঁইয়ার (৩৩) ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে থানার রামচন্দ্রদী ভূইয়াপাড়ার নিজ শয়ন কক্ষের সিলিং ফ্যানের সাথে তার ঝুলন্ত লাশটি উদ্ধার হয়েছে। 

জেলা সদরের মন্ডলপাড়ার ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পরে লাশটি পাঠানো হয়েছে। 

জানা যায়, নিহত খোকনের স্ত্রী রিপা আক্তার প্রতি রাতের ন্যায় সোমবার রাতে স্বামীকে ঘরে রেখে তার কর্মস্থল পার্শ্ববর্তী পাওয়ারলুম কারখানায় কাজ করতে যান। মঙ্গলবার সকালে তিনি বাড়িতে ফিরে স্বামীকে ডাকাডাকি করেন। দরোজা না খোলায় তিনি লোকজন ডেকে জড়ো করেন। ঘরের দরজা খুলে পরে লোকজন নিয়ে ভিতরে ঢুকে স্বামী খোকন ভূঁইয়ার লাশ ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।

ভিন্ন সূত্র জানায়, স্ত্রীর পরকীয়ার জন্য সব সময় খোকনের সংসারে ঝগড়া লেগে থাকতো। এরই মধ্যে খোকন অসুস্থ হয়ে পড়ে।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ জানান, ঘটনাটি রহস্যজনক। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.