× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

খেলাধুলা তরুণ সমাজকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে: রংপুর ডিসি

কামরুল হাসান টিটু, রংপুর ব‌্যু‌রো

০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১২ পিএম

রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান বলেছেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলা শুধু শারীরিক বিকাশ ঘটায় না, সেই সাথে শিক্ষার্থীদের মানসিক বিকাশও ঘটায়। তাছাড়া খেলাধুলা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে তরুণ সমাজকে। 

এসময় তিনি অভিভাবকদের প্রতি লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত রাখার আহ্বান জানান। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় নগরীর বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ রংপুরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ রংপুরের অধ্যক্ষ আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির সহ-সভাপতি মামুন উর রশীদ, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এ ডব্লিউ রায়হান শাহ। 

উদ্বোধনী অনুষ্ঠানের পরে অতিথিবৃন্দ ১৯৫২ থেকে ১৯৭১-এর চিত্রপট তুলে ধরে মনোমুগ্ধকর ডিসপ্লে উপভোগ করেন। পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষকমণ্ডলী,অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.