× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীর মৃত্যু

নাটোর প্রতিনিধি

৩১ জানুয়ারি ২০২৪, ১৯:১৯ পিএম

নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী স্বামী আব্দুর রহিম ও স্ত্রী হোসনে আরার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন এক নারীসহ দুইজন। 

বুধবার দুপুরে শহরের বড়হরিশপুর এলাকায় এই দুর্ঘর্টনা ঘটে। 

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত স্বামী ও স্ত্রী নাটোরের বাগাতিপাড়ার ধুপোইল গ্রামের বাসিন্দা।

নাটোর সদর থানার উপপরিদর্শক ফরহাদ হোসেন ও স্থানীয়রা জানান, বাগাতিপাড়ার ধুপোইল বাজার থেকে স্বামী ও স্ত্রী একটি অটোরিকশায় নাটোর শহরে আসছিলেন। অটোরিকশাটি শহরের বড়হরিশপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্বা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং অটোরিকশার যাত্রী হোসনে আরা ঘটনাস্থলেই মারা যান। আহত হয় আরো তিনজন।

আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন এবং আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন। আহতরা হল অটোরিকশাচালক নাটোর শহরের মল্লিকহাটি মহল্লার মৃত জনাব আলীর ছেলে, অপর আহত বাগাতিপাড়া উপজেলার সোনাপুর ডুমরাই গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা খাতুন। পরে পুলিশ শ্যামলী পরিবহনের বাসটিকে আটক করলেও বাসের চালক পালিয়ে যায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2024 Sangbad Sarabela All Rights Reserved.