মেহেরপুর জেলার গাংনী উপজেলার ঢেপা গ্রামে কৃষি কাজের মজুরি নিয়ে বিবাদের সংঘর্ষে উভয় পক্ষের ১৩ জন আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার সময় ঢেপা বাজারে এয় সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন ঢেপা গ্রামের মৃত খোকা সেখের ছেলে রেজাউল , রেজাউলের তিন ছেলে উসমান, হুমায়ন, হযরত, রেজাউলের স্ত্রী হালিমা, নাতিছেলে স্বপন। অপর পক্ষের নুর ইসলাম, আসাদুল, ফরজ, মজিবর, নয়ন মিয়ারুল ও আলামিন।
স্থানীয়রা জানান কৃষি কাজের মজুরি নিয়ে গতকাল মঙ্গলবার বিকালে মজিবর ও হুমায়নের মধ্যে সামান্য হাতাহাতি হয়। সেই ঘটনার জেরে আজ সকালে গ্রামের চায়ের দোকানে প্রথমে মজিবর ও হুমায়নের মধ্যে সংঘর্ষ বাধে। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোঠা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এত উভয় পক্ষের ১৩জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক লিয়ন বলেন, আহতদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে কারও অবস্থা আশঙ্কাজনক নয়।