চাঁদপুরের কোস্টগার্ড ও সদর উপজেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে ৪৫ মণ জাটকা জব্দ করেছে।
বুধবার ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প আওতায় বাংলাদেশ কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদরের যৌথ উদ্যোগে ঈশানবালা সংলগ্ন মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় পরিবহনরত ট্রলার হতে ১৮০০ কেজি ৪৫ মণ জাটকা জব্দ করা হয়। অভিযানের সময় মাঝিরা ট্রলারটি চরে উঠিয়ে পালিয়ে যায়।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মো. তানজিমুল ইসলাম, ইলিশ প্রকল্পের চাঁদপুরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলাম চীফ পেটি অফিসার কোস্ট গার্ডের অন্যান্য সদস্যবৃন্দ।
জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।