চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিযন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছ।
গতকাল সোমবার (২৯ জানুয়ারি) রাত ২টায় নৌকার সমর্থকরা এই হামলা ও ভাঙচুর করে।
চেয়ারম্যান কাজী মিজানুর রহমান জানান, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম ইসফাক আহসানের পক্ষে কাজ করেন। তারই জের ধরে গতকাল সোমবার গভীর রাতে প্রায় ১০/১৫ জন নৌকা সমর্থক বাড়ির ভেতরে অবৈধভাবে প্রবেশ করে। এসময় তারা বাড়ির চারপাশের সিকিউরিটি ল্যাম্পপোস্টের তার কেটে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করে। এসময় তারা সিসি ক্যামেরার বৈদ্যুতিক তার কাটে ও ভাঙচুর চালায়। তারা বসতবাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের জিনিসপত্র লুটপাটের চেষ্টা চালায়। তখন বাড়িতে থাকা চেয়ারম্যানের বৃদ্ধ বাবা ও কেয়ারটেকার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন।
চেয়ারম্যান আরও জানান, নৌকার সমর্থকদের হামলার শিকার হয়ে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা-কর্মী বাড়িঘর ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন।
এমনকি তাদের হাত থেকে রেহাই মেলেনি মুক্তিযোদ্ধা পরিবার এবং গণমাধ্যমকর্মীদেরও।
তাদের এহেন কর্মকাণ্ডে মোহনপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও চেয়ারম্যান কাজী মিজানুর রহমান নিজেদের জানমাল রক্ষায় পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুরের ঘটনা শুনেছি এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।’