× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোহনপুর ইউপি চেয়ারম্যানের বাড়িতে নৌকার সমর্থকদের ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক

৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮ পিএম । আপডেটঃ ৩০ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮ পিএম

মোহনপুর ইউপি চেয়ারম্যানের বাড়িতে নৌকার সমর্থকদের ভাঙচুর

চাঁদপুর মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিযন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ১নং সিনিয়র সহ-সভাপতি, দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার সম্পাদকমণ্ডলীর সভাপতি ও মোহনপুর পর্যটনের ব্যবস্থাপনা পরিচালক কাজী মিজানুর রহমানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছ। 

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) রাত ২টায় নৌকার সমর্থকরা এই হামলা ও ভাঙচুর করে।  

চেয়ারম্যান কাজী মিজানুর রহমান জানান, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে একটি আবাধ, সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে চাঁদপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী এম ইসফাক আহসানের পক্ষে কাজ করেন। তারই জের ধরে গতকাল সোমবার গভীর রাতে প্রায় ১০/১৫ জন নৌকা সমর্থক বাড়ির ভেতরে অবৈধভাবে প্রবেশ করে। এসময় তারা বাড়ির চারপাশের সিকিউরিটি ল্যাম্পপোস্টের তার কেটে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করে। এসময় তারা সিসি ক্যামেরার বৈদ্যুতিক তার কাটে ও ভাঙচুর চালায়। তারা বসতবাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙে ঘরের জিনিসপত্র লুটপাটের চেষ্টা চালায়। তখন বাড়িতে থাকা চেয়ারম্যানের বৃদ্ধ বাবা ও কেয়ারটেকার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েন। 

চেয়ারম্যান আরও জানান, নৌকার সমর্থকদের হামলার শিকার হয়ে মোহনপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকশত নেতা-কর্মী বাড়িঘর ছেড়ে পালিয়ে মানবেতর জীবনযাপন করছেন। 

এমনকি তাদের হাত থেকে রেহাই মেলেনি মুক্তিযোদ্ধা পরিবার এবং গণমাধ্যমকর্মীদেরও। 

তাদের এহেন কর্মকাণ্ডে মোহনপুর ইউনিয়নের সাধারণ জনগণ ও চেয়ারম্যান কাজী মিজানুর রহমান নিজেদের জানমাল রক্ষায় পুলিশ প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। 

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘চেয়ারম্যানের বাড়িতে ভাঙচুরের ঘটনা শুনেছি এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.