খুলনার ডুমুরিয়ায় দুই সন্তানকে হত্যার পর নিজের গলায় ফাঁস দিয়ে এক মায়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে উপজেলার ১৩নং গুটুদিয়া ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কমলপুর গ্রামের মান্নান সরদারের স্ত্রী ডলি বেগম (৩৮), মেয়ে ফাতেমা খাতুন (৬) ও ৭ মাস বয়সী ছেলে ওমর সরদার।
এ ঘটনার সময় মান্নান সরদার চাকরির কারণে বাইরে ছিলেন। তিনি একটি বইয়ের কোম্পানিতে চাকরি করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল ৮টা থেকে বেলা ১১টার মধ্যে যেকোন সময় নিজ বাড়িতে ডলি বেগম তার দুই সন্তানকে হত্যা করে নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তবে হত্যার আসল রহস্য এখনো জানা যায়নি। হত্যার খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহম্মেদ, ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা ঘটনাস্থলে ছুটে আসেন।
ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা বলেন, ঘটনার বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।