× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও ঘটনাবহুল ২০২৪ সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাঁড়িয়ে থাকা ট্রাকে মাহেন্দ্রার ধাক্কায় নিহত ১

ময়মনসিংহ ব্যুরো

২৫ জানুয়ারি ২০২৪, ১৫:২৯ পিএম

ময়মনসিংহের তারাকান্দায় সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী মাহেন্দ্রার ধাক্কায় আনিছুর রহমান (৩০) নামে এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ভোর ৬টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক মহাসড়কের তারাকান্দা উপজেলার গোপালপুরে খামার বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের মৃত নূরল ইসলামের ছেলে। 

ঘটনার সময় মাহেন্দ্রাতে থাকা ৩ যাত্রী গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাদের পরিচয় জানা যায়নি।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আনিছুর রহমান ঘটনাস্থলেই মারা গেছেন। আর গুরুতর আহত অবস্থায় ৩ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.