শীতের তীব্রতা আরও বেড়েছে উত্তরের জেলা লালমনিরহাটে। গত দু’দিনের চেয়ে এক ডিগ্রি সেলসিয়াস কমে দশ ডিগ্রির নিচে নেমেছে তাপমাত্রা। বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত লালমনিরহাটের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরও দু'একদিন বিরাজ করতে পারে এবং এ সময়ে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে।
জেলা শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামায় জেলার ৭৬৭টি সরকারি ও ৩৯৫টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এবং প্রায় ২০০টি সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় দু’দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার বলেন, আবহাওয়ার ফোরকাস্ট বিবেচনায় মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আজ ও আগামীকাল মঙ্গলবার এই দু’দিন বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ঠান্ডার প্রকোপ বাড়ায় জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। বিশেষ করে নদী তীরবর্তী ও চরাঞ্চলের খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষজন আয়-রোজগার নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। শীত নিবারণে উপযুক্ত শীতবস্ত্র না থাকায় অতি কষ্টে দিনযাপন করছেন তারা।
জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ বলেন, অতিরিক্ত শীতবস্ত্রের চাহিদা চেয়ে চিঠি পাঠানো হলেও এখনও পাওয়া যায়নি।