গোপালগঞ্জের কোটালীপাড়ায় নানা কর্মসূচীর মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
এ লক্ষ্যে আজ বুধবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় এক বিজয় শোভাযাত্রা বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। এরপর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ।
এসময় উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি- নাদের আলী মিয়া, গোলাম কিবরিয়া দাড়িয়া, মুজিবুর রহমান হাওলাদার, কৃষ্ণ প্রসাদ মজুমদার, এইচ এম অহিদুল ইসলাম, বিমলেন্দু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী কামাল হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, রুহুল আমীন খান, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মী সরকার, আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন খান, আতিকুজ্জামান বাদল, কবিরুল ইসলাম রুনি, ইউপি চেয়ারম্যান মাজহারুল আলম পান্না, যুবলীগ সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বাবলু হাজরা সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউপি চেয়ারম্যান, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।