কুমিল্লার তিতাসে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী উপকারভোগীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসানের সভাপতিত্বে কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসামৎ ফরিদা ইয়াসমিন,উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.জামিরুল হক,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সেতারুজ্জামান,উপজেলা ভূমি অফিসের প্রধান সহকারী মো.মিজানুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী জুনায়েদ, বীর মুক্তিযোদ্ধা মো. মোবারক হোসেনসহ অনেক।