× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভোটের লাইনে শতাধিক নারী, মন্ত্রী যাওয়ার পর উধাও!

মাহমুদ খান, সিলেট ব্যুরো

০৭ জানুয়ারি ২০২৪, ১৮:২৮ পিএম

সিলেটের দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হটাৎ করেই ভোটের লাইনে শতাধিক নারী। তারা আসেন ভোট দিতে। কিন্তু হঠাৎ উধাও হয়ে যায় ভোটের লাইন। পরে জানা গেল, তারা এ আসনের ভোটার নন, এসেছিলেন প্রার্থীর উপস্থিতিতে প্রক্সি দিতে।

রোববার (৭ জানুয়ারি) সকাল ১০টায় দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।  

নগরের ১৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়টি সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ভোটকেন্দ্র।

সকাল ১০টার দিকে যখন এ কেন্দ্রে ভোট দিতে আসেন নৌকার প্রার্থী এ কে আব্দুল মোমেন, এর আগে আগেই লাইনে দাঁড়িয়ে যান ওই নারীরা। তাদের অনেকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স বলে জানা গেছে। বিষয়টি কেন্দ্রে উপস্থিত সাংবাদিকদেরও নজর কাড়ে।  

উপস্থিত গণমাধ্যমকর্মীরা জানান, তাদের অনেকে ওসমানী মেডিকেলের নার্স। তারা নার্স অ্যাসোসিয়েশনের নেতা ইসরাইল আলী সাদেকের নির্দেশে মোমেনের উপস্থিতিতে প্রক্সি দিতে লাইনে দাঁড়িয়েছেন। সাংবাদিকরা তাদের প্রশ্ন করলে তারা লাইন ছেড়ে চলে যান।  

ভোট দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নৌকার প্রার্থী এ কে আব্দুল মোমেন বলেন, ভোটের দিন বিএনপি হরতালের নামে ঢং ঢাং করছে। আজ ভোটের দিন, উৎসবের দিন।  

তিনি বলেন, দেশে খুব সুন্দর পরিবেশ বিরাজমান। কোথাও জবরদস্তি নেই। গণতান্ত্রিক ধারা সমুন্নত রাখেন। আমাদের ভোট দিলে জনগণের মঙ্গল হয়।   টানা তিনদিনের ছুটির কারণে ভোটার উপস্থিতিতে কিছুটা প্রভাব পড়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।  

ভোটার উপস্থিতির হার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকাতেও কখনো ৪৪, কখনো ৩৩ শতাংশ ভোট হয়। মোট ভোটারের এক তৃতীয়াংশ তরুণ ভোটারদের নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।  

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.