দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-১ (জয়পুরহাট সদর ও পাঁচবিবি) ও জয়পুরহাট-২ (কালাই ক্ষেতলাল আক্কেলপুর) আসনে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে উপজেলাগুলোতে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।
সংশ্লিষ্ট উপজেলার একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশি পাহারায় সরঞ্জাম পাঠানো হয়। পরে এ গুলো ভোটের দিন সকালে কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা।
জয়পুরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সালেহীন তানভীর গাজী বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। একজন লে. কর্নেলের নেতৃত্বে সেনাবাহিনীর টাস্কফোর্স নির্বাচনে বেসামরিক প্রশাসনের সহায়তায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) থেকে কাজ শুরু করতে যাচ্ছে। ব্যালট পেপার জেলা ট্রেজারি থেকে বেলা ১১টা থেকে উপজেলায় পৌঁছানো হবে। এগুলো উপজেলা পর্যায়ে সংরক্ষিত থাকবে। পরে নির্বাচনের দিন কেন্দ্রে কেন্দ্রে এ গুলো পাঠানো হবে। সেখানে ব্যালটের নিরাপত্তায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে।