× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বছরের প্রথম দিন সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসব

জেলা ও উপজেলা প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৪, ১৮:৪৪ পিএম । আপডেটঃ ০১ জানুয়ারি ২০২৪, ২০:০৬ পিএম

একযোগে সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে বই উৎসব। প্রাথমিক ও ষষ্ঠ-সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা প্রথম দিনেই সব বই হাতে পাচ্ছে। তবে আংশিক বই নিয়ে ফিরতে হচ্ছে অষ্টম-নবমের শিক্ষার্থীদের।

বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে আনুষ্ঠানিকভাবে নতুন বইয়ের এই উৎসব শুরু হয়।

দৈনিক সংবাদ সারাবেলার জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো নতুন বইয়ের উৎসবের সংবাদ পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

বরিশাল

সারাদেশের মতো বরিশালেও বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন বই। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমাবার (১ জানুয়ারি) সকাল ১০ টা থেকে পর্যাক্রমে বরিশালের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাঙ্গনগুলোতে বই বিতরণ করা হয়।

সকালে বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মো. শওকত আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম এরপর সরকারি জিলা স্কুল এবং মুকুল স্মৃতি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই তিন বিদ্যালয়ে অতিথি হিসেবে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বই উৎসব উপলক্ষে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকসহ জেলা পর্যায়ের কর্মকর্তা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও জনপ্রতিধিরা স্বতস্ফুর্তভাবে বই উৎসবে অংশহণ করেন।

সরকারি হিসাব আনুসারে বরিশাল বিভাগে ৬ হাজার ২৪৯ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রাথমিক স্তরে বরিশাল বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ১১ লাখ ৬২ হাজার ৫৭২ জন। বইয়ের চাহিদা রয়েছে ৫০ লাখ ৩৩ হাজার ৩৮২ টি বই। যার শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে।

প্রাথমিক স্তরে বরিশাল জেলার মোট শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ২ হাজার ১৩৭ জন। বইয়ের চাহিদা রয়েছে ১৩ লাখ ৪ হাজার ৯৭৭ টি বই। যার শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে । বরিশাল জেলায় সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৫৯৪ টি। প্রাক প্রাথমিকে ২ টি বই, ১ম ও ২য় শ্রেনীর শিক্ষার্থীদের ৩ টি করে বই এবং ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থীদের ৬ টি করে বই দেয়া হয়।

উচ্চ মাধ্যমিক, দাখিল, কারিগরি সহ বরিশাল জেলায় মাধ্যমিক স্তরে মোট শিক্ষার্থী ৪ লাখ ৪২ হাজার ৫০১ জন। বইয়ের চাহিদা রয়েছে ৩৭ লাখ ৮৮ হাজার ৫৯৬ টি। পাওয়া গেছে ২৬ লাখ ৭৮ হাজার ৪৪২ টি। বিতরন করা হয় ২৫ লাখ ১৩ হাজার ৯৭২ টি। প্রাপ্তির হার ৭০ দশমিক ৬৯ শতাংশ। বরিশাল উপজেলা ২০৩ টি প্রাথমিক বিদ্যালয়ের এ উৎসব হয়েছে।

শেরপুর

বছরের প্রথম দিন বই উৎসবে শেরপুরের প্রায় চার লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছেছে। নতুন বছর, নতুন ক্লাস। সেইসঙ্গে নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত শেরপুরের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সময়মতো শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পেরে সন্তুষ্ট সংশ্লিষ্ট কর্মকর্তারাও।

নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মতো শেরপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে আনন্দোৎসবে শুরু হয়েছে বই উৎসব। প্রাক-প্রাথমিক থেকে শুরু করে সব শ্রেণির শিক্ষার্থীরা প্রথম দিনেই নতুন বই হাতে পাচ্ছে। বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা ধন্যবাদ জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও।

তবে প্রাথমিকের ঘটাতি না থাকলেও মাধ্যমেকের ছয় লাখ বইয়ের ঘাটতি নিয়েই সোমবার উৎসবমুখর পরিবেশে শেরপুরে অনুষ্ঠিত হলো বই উৎসব। সকালে শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিতভাবে বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। এরপর তিনি শেরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন।

শেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্যমতে, ১৫৬১ বিদ্যালয়ের ১লাখ ৮৯হাজার ৪৫৬ শিক্ষার্থীর হাতে বই পৌঁছেছে বছরের প্রথম দিন। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ বলেন, এ বছর প্রাথমিকের কোন বই ঘাটতি নেই। প্রথম দিনই আমরা সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছাতে পেরেছি। একই সাথে ইংরেজি ভার্সন ও নৃতাত্বিক জনগোষ্ঠীর নিজ ভাষায় চাহিদা মোতাবেক বই পৌঁছে যাচ্ছে শিক্ষার্থীদের হাতে।

এদিকে জেলার ১৮১টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য ২০২৪ শিক্ষাবর্ষে প্রায় ১লাখ ৯০হাজার শিক্ষার্থীর জন্য ২২লাখ বইয়ের চাহিদা পাঠানো হয়েছিলো। তবে চাহিদা থাকলেও ছয় লাখ বই ঘাটতি রয়েছে মাধ্যমিকে। নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এখনো সব বই পৌঁছে দেয়া সম্ভব হয়নি। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান বলেন, ২২ লাখের চাহিদার মধ্যে ১৬ লাখের কিছু বেশি বই এসে পৌঁছেছে। চাহিদা অনুযায়ী প্রতিটি উপজেলায় বই পাঠানো হচ্ছে। খুব দ্রুত চাহিদা অনুযায়ী বই পৌঁছানো সম্ভব হবে।

দীঘিনালা (খাগড়াছড়ি)

প্রতি বছরের মতো এবারও নতুন বছরের প্রথম দিনে সারাদেশের মতো খাগড়াছড়ির দীঘিনালায় পাঠ্যপুস্তক উৎসবে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে দীঘিনালা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম। নতুন বই হাতে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় ‘শিক্ষার্থীদের কাছে অনন্য প্রাণের উৎসব হলো বই উৎসব’ উল্লেখ্য করে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম বলেন, ‘এই বই উৎসব যখন ছিল না, তখন বাজারে নতুন বই আসতে কিছুটা সময় লেগে যেত। উচ্চতর শ্রেণির সহপাঠী বা আত্মীয়স্বজনের কাছ থেকে পুরনো বই এনে বা কিনে পড়তে হতো। এসব দৈন্য, সীমাবদ্ধতা বা শিক্ষাক্ষেত্রের অস্বতঃস্ফূর্ততা এখন মুছে গেছে। এখন শিক্ষার্থীদের কাছে বছরের শুরুতেই পরম উপহার হয়ে এসেছে নতুন বই। সেই দিক থেকে শিক্ষার্থীদের কাছে একটি অনন্য প্রাণের উৎসব হলো ‘বই উৎসব’।’

এসময় পাঠ্যপুস্তক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে একযোগে নতুন বই তুলে দেওয়ার আহ্বান জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ বলেন, বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। নতুন বইয়ের গন্ধ ফুলের গন্ধকেও হার মানায় সম্ভবত শিশু শিক্ষার্থীদের কাছে। তাদের সারা জীবনের শিক্ষার ক্ষেত্রে সে গন্ধকে অটুট রাখতে, এই উৎসবের দিনে একযোগে সব শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার আহ্বান জানান তিনি।

নতুন বই হাতে পেয়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থী নিষ্ঠা চাকমা জানায়, ‘ইংরেজি নতুন বছরের শুরুতে নতুন বই উপহার পেলাম। নতুন বইয়ের গন্ধ আমার অনেক ভাল লাগে। তাই এই মূল্যবান উপহার বই নিয়ে বাড়ি যাবো এবং মনোযোগ দিয়ে পড়ালেখা করবো।’

এসময় অভিভাবকদের মধ্যে সুস্মিতা চৌধুরী জানান, নতুন বই পেয়ে পড়ালেখায় মনোযোগী হবে আমার সন্তান। সুশিক্ষা নিয়ে দেশপ্রেম ও নিয়ে সুনাগরিক হয়ে উঠবে আমাদের শিশুরা। স্বপ্নের বাংলাদেশ গড়তে এ শিক্ষার্থীরা কাজ করবে বলেও প্রত্যাশা করছেন তিনি।

প্রধান শিক্ষক কামনা ত্রিপুরার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কাশেম। এতে অন্যদের মধ্যে বক্তব্যদেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফ উদ্দিন বিপ্লব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন, ইউআরসি মোহাম্মদ মাইনুদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা হ্যাপি চাকমা, সোনামিত্র চাকমা প্রমুখ। এসময় শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার মধ্যেও মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। জেলায়  প্রাথমিক ও মাধ্যমিক, ইবতেদায়ীসহ মাদ্রাসা শিক্ষার্থীদেরসহ অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সর্বমোট ৪২ লাখ ৫২ হাজার ৪১১টি বই তুলে দেয়া হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে আনন্দে উচ্চসিত শিক্ষার্থীরা।

সোমবার (১ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক পরিচালিত কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, আলী আমজদ সরকারি গার্লস স্কুল ও জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বই উৎসব অনুষ্ঠিত হয়।

আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বর্ণালী পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাশু সোম মহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: খুরশেদ আলম, আলী আমজদ সরকারী গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো: মইনুল হকসহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, অবিভাবক মন্ডলী ও সর্বস্তরের শিক্ষার্থীবৃন্দ। 

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্চসিত শিক্ষার্থী ও অবিভাবকরা তাদের উচ্চাস ব্যক্ত করে তারা বলেন বছরের প্রথম দিনে নতুন বই ও নতুন শিক্ষা কারিকুলাম তাদেরকে অনেক দূর নিয়ে যাবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল বই এখনো এসে পৌঁছায়নি বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কর্মকর্তা। তবে প্রাথমিকের শতভাগ বই এসে পৌঁছেছে।

সিরাজগঞ্জ

বছরের প্রথম দিনে সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে বই উৎসবের ন্যায় সিরাজগঞ্জের কামারখন্দে জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) সকালে সাড়ে ১১ টায় জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন সুলতানা, এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলী । এ বই উৎসবের সভাপতিত্ব করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও অত্র প্রতিষ্ঠানে সভাপতি মো. সেলিম রেজা।

এসময়ে প্রধান অতিথি বলেন, সারাদেশের মত এই প্রতিষ্ঠানেও উৎসবমুখর পরিবেশে ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে নতুন বই বিতরণ অনুষ্ঠান পালিত হল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের এই মহৎ উদ্দেশ্য নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বছরের শুরুতে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দেন।

৯ম শ্রেণী শিক্ষার্থী আরিফুর রহমান  বলেন, আমরা বছরের প্রথম দিনেই সরকার আমাদের হাতে বিনামূল্যে নতুন বই তুলে দেন তাতে আমরা খুব খুশি ও আনন্দিত। বর্তমান প্রধানন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ড. দীপু মনিকে অনেক অনেক ধন্যাবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের অভিভাবক সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাসহ আরো অনেক।

কুড়িগ্রাম

কুড়িগ্রামে নতুন বছরে নতুন মোড়কের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

সোমবার সকালে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণে আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ প্রমুখ।এর আগে কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে জেলা প্রশাসক কুড়িগ্রামে বই উৎসবের সূচনা করেন আনুষ্ঠানিকভাবে। এরপর সরকারি উচ্চ বিদ্যালয়, কালেক্টরেট স্কুল এ্যান্ড কলেজ, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়, দাশেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, দাশেরহাট উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিক ভাবে বই উৎসব পালিত হয়। 

 এ বছর প্রাথমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৩ লাখ ৪৭ হাজার ৬৫০জন এবং বরাদ্দ অনুযায়ী বই পাওয়া গেছে  ১৪ লাখ ১৪ হাজার ৬৮০টি। 

মাধ্যমিক স্তরে শিক্ষার্থীর সংখ্যা ২ লাখ ২২ হাজার ৬৫২জন। বইয়ের চাহিদা ছিল ৩৫ লাখ ২৫ হাজার। পাওয়া গেছে ৩০ লাখ ৬০ হাজার ৩৬৫টি। সারা জেলায় উৎসব মুখর পরিবেশে বই বিতরণ করা হয়েছে।

মাদারীপুর

মাদারীপুরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে বই উৎসব পালিত হয়েছে। নতুন ক্লাসে নতুন বছরের প্রথম দিনে মাদারীপুর জেলার ৫টি উপজেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল প্রতিষ্ঠানে এক যোগে এ বই উৎসব পালিত হয়। 

উৎসবের এদিনে মাদারীপুর শহরের প্রাণ কেন্দ্র ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিনউদ্দিন হাই স্কুল, মাদারীপুর উচ্চ বালিকা বিদ্যালয় ও পৌর অফিস সংলগ্ন মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়, নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিয়াম ল্যাবরেটরী স্কুল সকল মাধ্যমিক, মাদরাসা, ভোকেশনাল ও প্রাথমিক বিদ্যালয়ে এই বই বিতরণ করা হয়। এতে ২টি প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রথমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে এ উৎসব কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: হাবিব উল্লাহ খান বলেন, ৫টি উপজেলার ২৭০ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও ভোকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল বলেন, আমরা ৭১৯টি প্রাথমিক বিদ্যালয়ে আগেই সব বই পাঠিয়ে দিয়েছে। আমাদের বইয়ের চাহিদা ছিল ৭ লাখ, ৫৩ হাজার ৩৪৫ কপি বইয়ের চাহিদা ছিল। আজকে জেলা পর্যায়ে সেন্ট্রালি শহরের শকুনী লেকেরপার নতুন শহর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করি । এতে জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক উপ সচিব মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মার্জিয়া সুলতানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, শিক্ষক শিক্ষার্থী সহ অন্যারা উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)

সারাদেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে বই উৎসব উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজি চক্রবর্তী।

সোমবার (১জানুয়ারি) সকালে মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেন তিনি। এর পর পর মাটিরাঙ্গা পৌর সদরে অবস্থিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বই বিতরণ উৎসব করেন তিনি। 

এসময়, মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম সিরাজি, উপজেলা মাধ্যমিক একাডেমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর মো. আসগর হোসেন, মাটিরাঙ্গা বনশ্রী বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক আবু বকর ছিদ্দিক ও শিক্ষার্থরী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। 

কিশোরগঞ্জ (নীলফামারারী)

নীলফামারীর কিশোরগঞ্জে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ ও শীতবস্ত্র বিতারণ করা হয়েছে। 

পহেলা জানুয়ারি রনচন্ডী বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় এ বই বিতরন ও শীতবস্ত্র বিতারণ আয়োজন করা হয়। 

এসময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোজাফ্ফর  হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ মো আবুল কালাম বারী পাইলট, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু, এটি এম নুরুল আমিন শাহ  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কিশোরগঞ্জ নীলফামারী সহ অবিভাবক ও শিক্ষার্থীরা।

কচুয়া (চাঁদপুর)

কচুয়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বই বিতরণ উৎসব পালিত হয়েছে। ১ জানুয়ারি সারা দেশের ন্যায় কোয়া কোট সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয় শিক্ষার্থী ছাড়া ও বিপুল সংখ্যক অবিভাবক, সুশীল  সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির। এ ছাড়া বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ খান, উপজেলা শিক্ষা কর্মকর্তা পারভিন সুলতানা, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার, প্রধান শিক্ষক মিজানুর রহমান,বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া প্রমূখ। অনুষ্ঠানের শেষ প্রান্তে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে শ্রীরামপুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালন করা হয়। মাদ্রাসা গর্ভনিং বডির সভাপতি নাছির উদ্দিন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবাদ সারা বেলার কচুয়া প্রতিনিধি এবং মাদ্রাসার সাবেক গভর্ণিং বডির বিদ্যুৎসাহী সদস্য মো. আফাজ উদ্দিন মানিক। এছাড়া বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মনিরুল ইসলাম, মাওলানা মোস্তফা আনোয়ারী প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম)

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উৎসবমুখর পরিবেশে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে ঘুরে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন পাঠ্যপুস্তক বিতরণের দৃশ্য দেখা গেছে। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ছিল উৎসবের আমেজ। 

সোমবার সকাল দশটায় উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ প্রাণকৃষ্ণ দেবনাথ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান সহ আরো অনেকে। 

দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশের সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন- অর রশিদ, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সহ আরও অনেকে।

শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। পাঠ্যপুস্তক বিতরণ কালে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া, প্রধান শিক্ষক বেলাল হোসেন স্বর্ণকার, সহকারী প্রধান শিক্ষক তহিদুল ইসলাম পোদ্দার, বড়ভিটা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য জান্নাতি পারভীন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীসহ আরো অনেকে।

এছাড়াও উপজেলার শিবের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড়ভিটা হরিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব ধনীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পাঠ্যপুস্তক বিতরণের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, কামরুল ইসলাম জানান, বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক বিতরণ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ। পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের মধ্য দিয়ে আজকে শিক্ষার্থীদের নতুন পাঠ্যপুস্তক দিচ্ছি। পর্যায়ক্রমে প্রতিটি বিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীকে নতুন পাঠ্যপুস্তক দেওয়া হবে।  

শাহজাদপুর (সিরাজগঞ্জ)

‘নতুন বই সবাই নেব, লেখা পড়ায় মন দেব’ এই স্লোগান সামনে রেখে শাহজাদপুরে বই বিতরণ উৎসব ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১ জানুয়ারি) সকাল ১১টায় ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়েছে। 

উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান সভাপতিত্বে ও  উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর বীর মুক্তিযোদ্ধা আজাদ রহমান। 

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান এলিজা খান, উপজেলা শিক্ষা অফিসার আব্দুস ছালেক, ইন্সট্রাক্টর ইউআরসি অফিসার আয়েশা আক্তার। প্রথম দিনেই নতুন বই হাতে পাওয়ায় ইব্রাহিম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

শেরপুর (বগুড়া)

সারাদেশের ন্যায় নতুন বছরের শুরুতে বগুড়ার শেরপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে প্রায় ৭ লাখ নতুন বই বিতরণ করা হচ্ছে। 

এরই ধারাবাহিকতায় অংশ হিসেবে ১ জানুয়ারি সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরনের মাধ্যমে বই উৎসব পালন করেন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা। এদিকে বছরের প্রথম দিনেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কারিমুলাম যুক্ত শিক্ষা সম্বলিত নতুন বই হাতে পেয়ে তাদের চোখে-মুখে আনন্দের ঢেউ বয়ে যাচ্ছে।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই বিতরণ কর্মসুচী অংশ হিসেবে সোমবার সকাল ৯টার দিকে উপজেলা সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সুমন জিহাদী। বেলা ১১টার দিকে উলিপুর আমেরিয়া সমতুল্যা মাদ্রাসা, শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলে উপজেলা নির্বাহী অফিসার সরকার কর্তৃক প্রদেয় বিনামূল্য বিতরণের পাঠ্যবই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা রির্সোস সেন্টারের ইন্সট্্রাকটর আতিকুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা, রেজাউল করিম, তাহেরুল ইসলাম, আনিসুর রহমান, অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ মো. আব্দুল হাই বারী, ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, সহকারি শিক্ষক তাপশ বসাক, উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহনাজ পারভীন  প্রমুখ।

বেলা ১২টার দিকে উপজেলা মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উদ্বোধন করেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজার রহমান ভূট্টো। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার,  প্রধান শিক্ষক আব্দুল মজিদ, আওয়ামীলীগ নেতা গোলাম রসুল, যুবলীগ নেতা আব্দুস সালাম, সহ অভিভাবক সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সুত্রে জানা যায়, উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন স্কুল, এনজিও দ্বারা পরিচালিত স্কুল সহ মোট ২৪৩ টি টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪৯ হাজার ৯শ শিক্ষার্থীকে ১ লাখ ৪৭ হাজার ৫৫০টি, মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা ও এবতেদায়ী মাদ্রাসাসহ ১৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ মোট প্রায় ৭ লাখ ১০  হাজার নতুন বই বিতরণ করা হবে।

এরই ধারাবাহিকতায় উপজেলার শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এন্ড কলেজ, সামিট স্কুল এন্ড কলেজ, শেরপুর পৌরসভা প্রাথমিক বিদ্যালয়, শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, শালফা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কাফুড়া সমবায় দাখিল মাদ্রাসা,  ধড়মোকাম উচ্চ বিদ্যালয়, জামুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কেল্লা উচ্চ বিদ্যালয়, ভীমজানি উচ্চ বিদ্যালয়, ছোনকা উচ্চ বিদ্যালয়, বিশ্বা উচ্চ বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রধান শিক্ষক, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে দিনব্যাপী নতুন বই বিতরণ করা হয় বলে জানা গেছে।

লোহাগড়া (নড়াইল)

নড়াইলের লোহাগড়ায় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় লক্ষীপাশাস্থ এল,এল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাগর কুমার বিশ্বাস প্রধান অতিথি হিসাবে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করেন। লোহাগড়া পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর সদ্য নির্বাচিত শ্রেষ্ঠ জয়িতা রাজিয়া সুলতানা বিউটি বিশেষ অতিথি  হিসাবে বক্তব্য রাখেন। প্রধান শিক্ষক মোঃ শাহিনুর রহমান এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ মোস্তফা কামাল, মোঃ ইকবাল হোসেন, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান, সাংবাদিক সেলিম জাহাঙ্গীর,  শিক্ষক রিপন সরদার, কৃষ্ণা রানী, মনিরা পারভীন, সিদ্দিকা প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর)

সারা দেশের ন্যায় কালীগঞ্জে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বই ২০২৪ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক তুলে দিতে বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) আজিজুর রহমান। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। 

সোমবার (১ জানুযারি) সকাল ১১টায় কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান । তিনি মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন প্রধান অতিথি। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম আল মোশাররাফ ইবনে কাদিরসহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

পরে তিনি নাগরী ইউনিয়নের পানজোরা বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের বই বিতরণ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন। তিনি ৩০ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার নুরুন্নাহারসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

মানিকগঞ্জ

মানিকগঞ্জে নতুন বছরের প্রথম দিনে বই উৎসবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিলেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার।

সোমবার (১ জানুয়ারি) সকালে জেলার ৮৮ নং সরকারি  প্রাথমিক বিদ্যালয়, সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বই উৎসব বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন মানিকগঞ্জের জেলা প্রশাসক রেহেনা আকতার। 

মানিকগঞ্জে নতুন বইয়ের ঘ্রাণ নেবে ১৩ লক্ষাধিক শিক্ষার্থী। জেলার ৬৫১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সকল প্রাথমিক বিদ্যালয়ের মোট ১,৮২,০২৭ জন শিক্ষার্থী এবং ২০৪টি মাধ্যমিক  বিদ্যালয়ের মোট ১,২৯,৯২৩ জন শিক্ষার্থীর মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।


শ্রীনগর (মুন্সীগঞ্জ) 

শ্রীনগরে ইংরেজি-২০২৪ নতুন বছরের প্রথমদিনে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পাঠ্য বই বিতরণ করা হয়েছে। 

সোমবার সকাল থেকেই উপজেলার প্রাথমিক ও মাধ্যমিকসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একযুগে নতুন বই উৎসব শুরু হয়। কোমলমতি শিক্ষার্থীরা বলেন, বছরের প্রথম দিন হাতে নতুন বই পেয়ে তারা খুব আনন্দিত। এ সময় তাদেরকে আনন্দ-উল্লাস করতে দেখা গেছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন জানান, উপজেলার মোট ১১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি কিন্ডার গার্টেনের মোট ৫০ হাজার কোমলমতি শিক্ষার্থীর মাঝে প্রাপ্ত নতুন বই বিতরণ করা হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী জানান, ২৪টি মাধ্যমিক বিদ্যালয়, ৫টি মাদ্রাসা ও ৬টি কিন্টার গার্টেন এন্ড স্কুল শিক্ষার্থীর মাঝে ৩ লাখ বই বিতরণ কার্যক্রম চলছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.