নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী স্কুল অ্যান্ড কলেজ মাঠে প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে শনিবার (৩০ ডিসেম্বর) সকালে ৪ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রাজনীতির পূর্বশর্ত জনকল্যাণ। জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রতিশ্রুতিই রাজনীতি।
জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এ মহান উদ্যোগে অংশগ্রহণকারী হিসেবে নগরের শীতার্ত মানুষের পাশে থাকা আমার রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার।
অতীতের ন্যায় শীতবস্ত্র বিতরণ ও অসহায় দুস্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংকের মেঘনাঘাট শাখার ম্যানেজার এস এম ছদরুল, ইউপি সদস্য হাজী সেলিম রেজা, উপজেলা আওয়ামী লীগ নেতা হাজী আলম, মাসুম বিল্লাহ,শাহজালাল,শাহাবুদ্দিন প্রধান, লুৎফর রহমান, আবু হানিফ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদ, আবু সাইদ,উপজেলা যুবলীগ নেতা সাজিদ মাহবুব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী আসিফ আহমেদ আনিসসহ প্রমুখ।