আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নৌকাকে জয়ী করতে সিরাজগঞ্জ সদর-কামারখন্দ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম- মুয়াজ্জিনদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মতবিনিময় সভা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন নারীনেত্রী হেনরী।
এ সময়ে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কে. এম. হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, আওয়ামী ওলামালীগের সিরাজগঞ্জের সভাপতি একে এম ড.আব্দুল মমিন সিরাজী, সিরাজগঞ্জ জেলা ইমান সমিতির সভাপতি মওলানা মো. আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।