ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ১৬ জন সুফলভোগী জেলেদের মাঝে ১৬টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ও বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আইয়ূব আলী বেপারী ,সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকতা তানজিমুল ইসলাম।
আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আসাদুজ্জামান সরকার, উপজেলা সমাজসেবা কর্মকতা মো. জামালউদ্দিন,চাঁদপুর মডেল থানার অফিসার মো. শেখ মুহসীন আলম, রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. হযরত আলী বেপারী,আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন, চাঁদপুর কান্ট্রি ফিসিং বোট ওনার্স এসোসিয়েশনের সভাপতি শাহ আলম মল্লিক, মৎস্যজীবী নেতৃবৃন্দ,সাংবাদিকবৃন্দ ও সুফলভোগী জেলে সম্প্রদায়।