× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চতুর্থ বার মনোনয়ন

চাঁদপুরে দীপু মনির নেতৃত্বে আনন্দ মিছিল

চাঁদপুর প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৩, ১৯:৩০ পিএম

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনিকে চাঁদপুর-৩ আসনে (সদর-হাইমচর) চতুর্থ বারের মতো দলীয় মনোয়ন  দেয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় চাঁদপুর শহরে বিশাল আনন্দ মিছিল হয়েছে। দীপু মনির নেতৃত্বে আনন্দ মিছিলে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

এর আগে দীপু মনি চাঁদপুর শহরের জে এম সেনগুপ্তের রোডস্থ বাস ভবনে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা স্লোগানে শ্লোগানে এলাকাটি মুখরিত করে তোলে।   

মাগরিবের নামাজ শেষে ডা. দীপু মনি নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মিছিলটি চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত সভায় দীপু মনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে পাঠিয়েছে সেই সিদ্ধান্তকে আওয়ামী লীগ পরিবারের সদস্য নৌকার বিজয় নিশ্চিত করতে কাজ করবে। আমাকে চতুর্থ বারের মতো দল চতুর্থবারের মতো মনোনয়ন দিয়েছে। সেজন্য আমি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিগত ১৫টি বছর ভোট দিয়ে যারা আমাকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত করে জন ও জীবন মানে উন্নয়নে সুযোগ করে দিয়েছে সেজন্য আমি চাঁদপুরবাসী কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। দলীয় সভানেত্রী সহযোগিতায় সহযোগিতায় সকল উন্নয়ন কাজ সমাপ্ত করতে তবে যে সকল কাজ বাকি রয়েছে তা আগামীতে নির্বাচিত হয়ে আসলে পূর্ণ হবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনের সেবা করার সুযোগ দিলে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। 

মিছিল ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ডা. জিয়ার ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব তাফাজ্বল হোসেন এসডু পাটওয়ারী, উপ-দপ্তর সম্পাদক অ্যাড. রনজিৎ রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক  সম্পাদক  ও চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও  উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশাদ মিয়াজী, জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নুর খান,  পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান বাবুল, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, ঝন্টু দাস, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র হেলাল হোসাইন,  সাধারণ সম্পাদক ফেরদৌস মোর্শেদ জুয়েল, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন বেপারী,   সদর উপজেলা যুবলীগের আহবায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহবায়ক কাউন্সিলর আ. মালেক শেখ,  যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস,জেলা ছাত্রলীগের সভাপতি মো. জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি শাহ আলম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিজি,সদর উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি সফিকুর রহমান বেপারীসহ আওয়ামীলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ,  স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.