× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শান্তি সমাবেশ

দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের ১৫নেতা-কর্মী আহত

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৩, ১৯:০৮ পিএম

পটুয়াখালীর দুমকিতে পিকআপ উল্টে ছাত্রলীগের অন্তত ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। আহতের মধ্যে আশঙ্কাজনক ৬ জনকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন এলাকায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও আহতের সূত্র জানায়, গতকাল বিকেল সাড়ে ৪টায় পটুয়াখালী জেলা শহরে আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নি-সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে যোগ দিতে দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রলীগের আবু সাঈদের নেতৃত্বে অন্তত ২০/২৫ জন নেতা-কর্মীবাহী একটি পিকআপ ভ্যান লালখা ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে পিকআপ ভ্যানের অন্তত ১৫ জন নেতা-কর্মী আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা হাসপাতালে পাঠায়। এদের মধ্যে রোমান (১৭), তামিম (১৮), রনি (১৬), পারভেজ (২০), আ: কাদের (১৬), তানিম (২০)কে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অপর আহতদের দুমকি উপজেলা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা দেয়া হচ্ছে। 

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মো আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.