× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা জামায়াত বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় রংপুরে ১৩ দফা দাবি

রংপুর ব্যুরো

২৮ নভেম্বর ২০২৩, ১৮:১৯ পিএম

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ১৩ দফা দাবিতে রংপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে নগরীর পার্কের মোড় এলাকায় অনুষ্ঠিত সমাবেশ থেকে দুর্যোগ কবলিত দেশে সবুজ তহবিলের অর্থায়ন বৃদ্ধি, বায়ু দূষণ বন্ধ করে বৈশ্বিক উষ্ণতা রোধ, জীবাশ্ম জ্বালানী থেকে বেরিয়ে এসে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারসহ বেশকিছু দাবি তুলে ধরা হয়।

সমাবেশে ডপস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক উজ্জ্বল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডপসের প্রকল্প ব্যবস্থাপক নুরুল ইসলাম, সমাজকর্মী নাজিম উদ্দিন সুমন, শিরিন আক্তার, ফিরোজা আক্তার, মুর্হুত খান, মাহযাবিন বিনতে রহমান, প্রিয় আক্তার, লিপিকা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, শিল্পোন্নত দেশে দূষণের ফলে অনেক দেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে (কপ-২৮) জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্থ দেশগুলোর দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে। এতে পরিবেশ দূষণ বন্ধ করা, বৈশ্বিক উষ্ণতা কমানো, জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে শতভাগ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, প্যারিস চুক্তি সম্পাদন, নানা ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি করতে হবে। 

পরিবেশ সচেতনরা আরও বলেন, বিশ্বের জলবায়ু ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৬০। জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে যে প্রাকৃতিক দূর্যোগ আসছে তা দেশের নিজস্ব তহবিল থেকে মোকাবেলা করা কঠিন। তাই বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশে চলমান ও আসন্ন জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জলবায়ু তহবিল গঠনের উপরে গুরুত্বারোপ করতে হবে।

সচেতনতামূলক এই সমাবেশে সামাজিক সংগঠন ক্লিন ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন এক্সটার্নাল ডেবট নেটওয়ার্কের সদস্যরা অংশ নেন। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.