× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শাহজাদপুরে মিষ্টির দোকানে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

২৮ নভেম্বর ২০২৩, ১৭:৪১ পিএম

শাহজাদপুরে মিষ্টির দোকানগুলোতে উপেক্ষিত স্বাস্থ্যবিধি। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দেশের বিভিন্ন শহরে কোথাও খালি হাতে মিষ্টি বিক্রি করতে না দেখা গেলেও শাহজাদপুরের বিভিন্ন বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে খালি হাতে মিষ্টি বিক্রি করতে দেখা যায়। গ্লাবস বা চামচ ব্যবহার না করেই খালি হাতে প্যাকেটে তোলা হয় মিষ্টি। চামচ থাকলেও তা ব্যবহার করতে দেখা যায় না। 

মিষ্টির পাত্রগুলোতে নেই ঢাকনার ব্যবস্থা। খোলা মিষ্টির উপড় মাছির বিচরণ। বিশেষ করে শাহজাদপুর পৌর শহরের মিষ্টির দোকানগুলোতে নিয়মিত এ চিত্র দেখা যায়। মোদক, নিউ ধান সিড়ি, সাহা মিষ্টান্ন ভান্ডার, আদি মোদক পাল মিষ্টান্ন ভান্ডারসহ অন্যসব দোকানগুলোতে এ চিত্র দেখা যায়।

গ্রাহকরা এ ব্যাপারে দোকানিকে প্রশ্ন করা হলে নেই সদুত্তর। 

মঙ্গলবার সরেজমিনে শাহজাদপুর দ্বারিয়াপুর কয়েকটি মিষ্টির দোকানে দেখা যায় খালি হাতে প্যাকেটে তোলা হচ্ছে  মিষ্টি।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার গুরুত্বপূর্ণ বাজারগুলো যেমন তালগাছি, বাঘাবাড়ি, পোতাজিয়া  নগড়ডালা, রতনকান্দি, রজনা, জামিরতা, খুকনিতেও একই চিত্র। 

গ্রাহকদের অসন্তুষ্টি যেন দেখার কেউ নাই। কর্তৃপক্ষের বাজার তদারকির অভাবেই এমনটা হচ্ছে বলে জনমনে প্রশ্ন। 

খালি হাতে মিষ্টি প্যাকেট করা, সরাসরি হাতের স্পর্শ ঝুঁকিপূর্ণ উল্লেখ করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মাসুদ রানা বলেন, এর ফলে ডায়রিয়া কলেরার সংক্রমণ হতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন তিনি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2025 Sangbad Sarabela All Rights Reserved.